নরসিংদী (সদর) প্রতিনিধি:
গতকাল গভীর রাত্রে রায়পুরা মেঘনা নদী থেকে (চাঁদপুর দক্ষিণপাড়া ) অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিন তারকা নামের একটি ড্রেজার আটক করেন এলাকাবাসী । বাকি ৮/১০ টি দেশীয় অস্ত্র ও অগ্নেয়াস্ত্র ভয় দেখিয়ে দূরত্ব চলে যায় । সম্প্রতি অপরাধ কণ্ঠ অবৈধ বালু উত্তোলনের একটি কন্টেন্ট প্রকাশ করেছিল । প্রশাসন এলাকার জনপ্রতিনিধি, জনপ্রতিনিধির এ পিএস চ্যালেঞ্জ ছুড়ে বলেন মেঘনায় কোন ড্রেজার চলে না , বক্তব্য চাইলে উত্তেজিত হয়ে যায় তাই দ্বিতীয় কন্টেন্ট প্রকাশ করা হয়নি । আজকে প্রমাণ হয়েছে অপরাধ কণ্ঠের কন্টেন্ট বস্তুনিষ্ঠ ছিল । সন্দেহের তীর সোহরাব মেম্বারের দিকে, একটি সূত্র জানিয়েছেন থানা পুলিশ, জনপ্রতিনিধি, মাস্তান, সাংবাদিক সব ম্যানেজ করছেন সোহরাব মেম্বার তাকে ফোন দিলে সে বলেন আমি _ পিএস এর ভাই আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে আপনারা শান্তিতে থাকতে পারবেন না। বর্তমানে রায়পুরা মেঘনা নদী এলাকায় নদী ভাঙ্গন চলছে জেলা প্রশাসক মহোদয় পরিদর্শন করেছেন । অবৈধ ভাবে মেঘনা নদী থেকে যাতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন না করতে পারে জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছেন চর অঞ্চল বাসী ।
শিরোনামঃ
নোটিশঃ
রায়পুরার মেঘনা নদী বালু খেকোদের পেটে ড্রেজার আটক করলেন এলাকাবাসী প্রশাসন নীরব
- Reporter Name
- Update Time : ১০:৩০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- ১৪৯ Time View
Tag :
Popular Post