লুৎফুর রহমান কাজল,উখিয়া (কক্সবাজার): টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ে আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে তিনজন স্বশস্ত্র আরএসওর সদস্যকে আটক করেছে।
অভিযানকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩ টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান (এলজি) ও ১৪৬ রাউন্ড তাজা গুলি।
সোমবার (৯ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিওিতে হোয়াইক্যংয়ের উনচিপ্রাং ক্যাম্প- (২২ এর সি/৫ ব্লক) এর পাহাড়ে অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন ১৬ (এপিবিএন) এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নুর।
অভিযানকালে ৩ জন রোহিঙ্গাকে ৩ টি দেশীয় তৈরী ওয়ান শুটার বন্ধুক (এলজি) ও ১৪৬ রাউন্ড তাজা গুলিসহ পাহাড়ের ঢালে অবস্থানকালীন অবস্থায় আটক করা হয়েছে।
তারা হলেন- উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের সি/৫ ব্লকের (ঘর নং- ৭৫৩, এফসিএন : ৪০৪৬৫১) মনির আহমদের ছেলে কামাল হোসেন (২৭), ব্লক সি/২ এর (ঘর নং – ৩৪০, এফসিএন : ২৪৯১৪৯) আব্দুর শুক্কুরের ছেলে অজিউর রহমান (১৮) ও বি/৪ ব্লকের (এফসিএন :২৪৫৬৮৪) তাজিমুল্লার ছেলে মুজিবুর (১৭)। তারা তিনজনই (RSO) রোহিঙ্গা স্যালভেশন অর্গানাইজেশন এর সক্রিয় সদস্য এবং ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।