
লিটন সরকার,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
সারাদেশে বিএনপি জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা অবরোধের বিরুদ্ধে রৌমারীতে শান্তি সমাবেশ ও মিছিল করেছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রার, নেতৃত্বে শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। ৬ নভেম্বর সোমবার সকাল ১০ টায় উপজেলা দলীয় অফিস কাযার্লয় থেকে প্রায় ৪শতাধীক নেতাকর্মী মিছিলটি উপজেলার প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে অবস্থান নেন। মিছিলে যোগদেন সহ সকল অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ও নেতাকর্মীদের।
সাধারণ সম্পাদক আবু হোরায়রা জানান, অবরোধের নামে
উপজেলায় কোন নাশকতা ও নৈরাজ্য বিএনপি জামায়াতকে করতে দেয়া হবে না। নাশকতা
এরাতে আমাদের এই অবস্থান ও মিছিল। জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় আমরা
মাঠে আছি, থাকবো। আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবেলা করবো। দেশব্যাপী বিএনপি জামায়াতের টানা ৪৮ ঘন্টা অবরোধের প্রতিহত করবো। রৌমারী উপজেলা অবরোধ মুক্ত রাখার চেষ্টায় রয়েছি।