লিটন সরকার,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রৌমারী উপজেলা আওয়ামীলীগের মেয়াদর্ত্তীর্ণ কমিটি ভেঙ্গে ও পূণাঙ্গ কমিটি দেওয়ার দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ পালন করেছেন আওয়ামীলীগের একটি পক্ষ। শনিবার সকাল ১১টার দিকে উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল ইসলাম মিনু’র নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল রৌমারী ইসলামী ব্যাংকের সামনে থেকে বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে পথসভা করে। পথসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি রফিকুল আলম শাহিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবিদ শাহ নেওয়াজ তুহিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএমএ মতিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া সম্পাদক আফজাল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক (ভার) আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এনআর জাহাঙ্গীর রবু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম বাদলসহ আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় সহস্রাাধিক নেতাকর্মী।
সমাবেশে সহসভাপতি রেজাউল ইসলাম মিনু বলেন, প্রতিমন্ত্রী জাকির হোসেন তার দলীয় ও মন্ত্রীত্বের ক্ষমতা দেখিয়ে লুটপাট, জমি দখল ও নানা দুর্নীতির মাধ্যমে টাকার কুমির বুনে গেছেন। দলের জন্য কিছুই করেন নাই। বর্তমান অনুমোদনহীন কমিটির সাধারণ সম্পাদক আবু হোরায়রা একজন বই চোর। সরকারী চাকুরী করার পরও তিনি কিভাবে দলের একটি ভাইটাল পোষ্টে থাকতে পারেন। আমরা এই অবৈধ কমিটির বিলুপ্তি চাই, সেই সাথে একটি পুর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি চাই।