লিটন সরকার,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে মহাঅষ্টমী পূজার সকল মন্ডপ পরিদর্শন করেছেন ২৮ কুড়িগ্রাম-৪, (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনে আ‘লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ডা.মোঃ ফারুকুল ইসলাম ফারুক। সোমবার রাত ১১ টায় উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর বাজার মন্দির পরিদর্শন থেকে শুরু করে রৌমারী বাজার সার্বজনীন মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে শেষ হয়। এদিন তিনি উপজেলার মোট ৬ টি পুজা মন্ডপ পরিদর্শন ও তাদের আর্থিক সহায়তা করেন।
ডা.ফারুকুল ইসলাম ফারুক পূজা মন্ডপে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের খোঁজ খবর নেন ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। ধর্ম যার যার রাষ্ট্র সবার। আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের মানুষরা শান্তিতে থাকেন ও নির্বিঘ্নে ধর্ম পালন করতে পারেন। আওয়ামী লীগ থেকে আমাকে মনোনয়ন দিলে ও নির্বাচিত হলে ধর্ম নয় মানুষের পাশে থেকে সকলের কল্যান ও উন্নয়নে কাজ করবো।
এসময় তিনি শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় নিয়ে আসার জন্য ভোটারদের দঁাড়ে দঁাড়ে ভোট প্রার্থণা করেন। তুলে ধরেছেন সারাদেশের উন্নয়নের চিত্র। চিলমারী-সুন্দরগঞ্জের হরিপুর রুটে তিস্তার উপর সেতু নির্মাণ, চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি সার্ভিস চালুসহ এলাকার উন্নয়নের কথা বলেন। তুলে ধরেন সরকারের দেয়া বিভিন্ন রকম সুযোগ-সুবিধা ভাতার কথা। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেন তাহলে আমি জনগণের বিপুল ভোটে নির্বাচিত হবো ইনশাল্লাহ। উল্লেক্ষ্য যে, রৌমারী উপজেলার ২ ইউনিয়নের ৬ টি, রাজিবপুর উপজেলার ১ টি ও চিলমারী উপজেলার ৩ ইউনিয়নের ৩২ টি পূজা মন্ডপ পর্যায় ক্রমে পরিদর্শন করেন।