রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একাদশ শ্রেণী, ডিগ্রী ১ম বর্ষে ভর্তির নামে অতিরিক্ত ফি ও ডিগ্রী ১ম বর্ষের পরিক্ষার প্রবেশ পত্র দিতে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এতে হিমশিম খেতে হচ্ছে অভিভাবকদের। শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনাকে উপেক্ষা করে মনগড়া ভাবে একাদশ শ্রেণী ও ডিগ্রী ১ম বর্ষে ভর্তি ফি এবং ডিগ্রী ১ম বর্ষ পরিক্ষার প্রবেশপত্র দিতে অর্থ আদায়ের বাণিজ্যের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে অভিভাবকবৃন্দ।
শিক্ষা মন্ত্রনালয়ের ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণী ও ২০২২-২০২৩ শিক্ষা বর্ষে ডিগ্রীতে
ভর্তি নীতিমালা সংক্রান্ত প্রজ্ঞাপনে উল্লেখ আছে, এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেশন চার্জ ও
ভর্তি হিসাবে উপজেলা ও মফস্বল পর্যায়ে ১৫০০ টাকা গ্রহন করা যাবে। কোনক্রমেই উন্নয়ন ফি
গ্রহন করতে পারবেন না। কিন্তু শিক্ষা মন্ত্রনালয়ের নিয়মনীতিকে তোয়াক্কা না করে দ্বিগুন ভর্তি ফি
গ্রহনের অভিযোগ রৌমারী সরকারী ডিগ্রী কলেজসহ বিভিন্ন কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে।
অন্যদিকে চলতি মাসে অনুষ্ঠিত ডিগ্রী পরিক্ষার প্রবেশপত্র দিতে অনিয়মে ২০০ টাকা করে অর্থ
আদায়েরও অভিযোগ সরকারি কলেজের কর্তৃপক্ষের বিরুদ্ধে।
কলেজ ও অভিভাবক সুত্রে জানা যায়, রৌমারী সরকারি ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি
২৯০০ টাকা ও ডিগ্রী ১ম বর্ষে ভর্তি ফি ৩০০০ টাকা নেয়া হয়েছে। অন্যান্য কলেজ গুলিতেও
২০০০ হাজার থেকে ২৫০০ টাকা নেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রনালয়ের নিয়মনীতিকে তোয়াক্কা না করে
প্রকাশ্যে অতিরিক্ত ফি আদায় করছে কলেজ কর্তৃপক্ষ।
একাদশ শ্রেণীতে ভর্তি নিতে আসা তাহমিনা, সাবিনা, জেসমিন নামে শিক্ষাথর্ীর অভিভাবক
বলেন, আমরা কৃষি কাজ করে খুব কষ্টে সন্তানকে পড়ানোর ইচ্ছা। এর মধ্যে বর্তমান উর্দ্ধগতি
বাজার মুল্যে, লাগামের বাইরে থাকায় বিপর্যস্ত। এমন অবস্থায় সরকারি কলেজে ভর্তি হতে ২৯০০
টাকা দিতে হচ্ছে। এতে অভিভাবক হিসেবে হিমশীম খেতে হচ্ছে। ডিগ্রীতে ভর্তি নিতে
আসা তানিয়া, আমেনা, জোসনা নামের অভিভাবক বলেন, খুব কষ্টে সন্তানের পড়া লেখা অব্যাহত রেখেছি। কলেজে ভর্তি ফি ৩০০০ টাকা হওয়ার কারনে ভর্তি করাতে অক্ষমতা প্রকাশ করছি। একাদশ শ্রেণীতে ভর্তি হতে আশা সিয়াম নামে এক শিক্ষাথর্ী বলেন, আমি খুব দরিদ্র ঘরের সন্তান,সরকারি কলেজে ভর্তি হতে ব্যাংকে ২৯০০ টাকা জমা দিয়ে ফরম নিতে হলো।
রৌমারী সরকারি ডিগ্রী কলেজ প্রভাষক ও ভর্তি করনের আহ্বায়ক আব্দুল কাইউমকে ভর্তি বিষয়ে
জানতে চাইলে তিনি বলেন, কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে আমাকে ভর্তি নেয়ার দায়িত্ব দিয়া
হয়েছে। রৌমারী সরকারি ডিগ্রী কলেজের (ভারঃ) অধ্যক্ষ হায়দার আলী বলেন, কলেজের বিভিন্ন
উন্নয়ন কাজ ও বেতন ছাড়া কিছু শিক্ষক কর্মচারি রয়েছে। তাদেরকে দিতে হয় ও কলেজের উন্নয়ন
কাজ করা লাগে। তাই কমিটির সিদ্ধান্তে একাদশ শ্রেণীতে ২৯০০ টাকা নেয়া হয়েছে। আর
ডিগ্রী ১ম বর্ষে ভর্তি ফি কয়েকটি শিক্ষাথর্ীর নিকট ৩০০০ টাকা নেয়া হলেও পরে সিদ্ধান্ত
হয় ২৫০০ টাকা।
অপরদিকে চলতি মাসে ডিগ্রী পরিক্ষার প্রবেশপত্র দিতে ২০০ টাকা নেয়ার অভিযোগ বিষয়ে
জানতে চাইলে তিনি বলেন, এ কলেজে মোট পরিক্ষাথর্ী ২২৭ জন। পরিক্ষার সময় কিছু খরচ থাকে,সে জন্য এ টাকা নেয়া। তবে অনেকেই ২০০ টাকা করে দেয় নাই।
রৌমারী সরকারি ডিগ্রী কলেজের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খানের
সাথে একাদশ শ্রেণী ও ডিগ্রী ১ম বর্ষে ভর্তি ফি অতিরিক্ত নেয়ার কথা বললে তিনি জানান,
আমাকে এ বিষয়ে কিছু জানানো হয় নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করবো।
শিরোনামঃ
নোটিশঃ
রৌমারীতে প্রবেশপত্রে নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
- Reporter Name
- Update Time : ০৭:১৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- ২৩৭ Time View
Tag :
Popular Post