লিটন সরকার,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: শনিবার বেলা ১২টায় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের উদ্যোগে খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা ভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বন্দবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমান আলী, রৌমারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি,রৌমারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিনহাজ উদ্দিন, রৌমারী উপজেলা সমাজসেবা সুপারভাইজার মো:আব্দুল্লাহ হেল কাফী , বিশিষ্ট সমাজ সেবক আবু হানিফ মাস্টার, সাবেক ইউপি সদস্য কাশেম ফকির, ইউপির সদস্য আক্কাজ আলীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।