মোঃ সাহের আলী,
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে, দাঁতভাঙ্গা ইউনিয়নের,পূর্ব কাউয়ার চর। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ভয়াবহ অবস্থা শিক্ষা প্রতিষ্টানে, ছাত্র ছাত্রী আসতে পারছে না জিনজিরাম নদী থাকার কারণে, পূর্ব কাউয়ার চর নদীর পশ্চিম পাড়ের ছাত্র-ছাত্রী আসতে পারছে না। চর বোয়ালমারির ছাত্র-ছাত্রী আসতে পারছে না রাস্তা না থাকার কারণে,যখন জমিতে জমি ওয়ালারা, ফসল ফলে তখন চর বোয়ালমারীর ছাত্র ছাত্রী আসতে পারে না, তারা অনেক ভয় পায় আর যখন জমি ওয়ালা ভুট্টার ফসল ও পাট ফলে তখন আরো বেশি ভয়াবহ অবস্থা হয় ছাত্র-ছাত্রীদের, অভিভাবক অনেক টেনশনে থাকে, শিক্ষা প্রতিষ্ঠানের দক্ষিণের গ্রাম বাগেরহাটের ছাত্র-ছাত্রী আসতে পারে না রাস্তা না থাকার কারণে, কোনো শিক্ষকই এই প্রতিষ্ঠানে আসতে চায় না বা থাকতে চায় না এই রকম যোগাযোগ ব্যবস্হার কারনে,আর শিক্ষকরাই যদি প্রতিষ্ঠান থেকে বিমুখ হয়ে যায় তাহলে ছাত্র ছাত্রী কিভাবে স্কুলে আসবে,বর্তমান এই প্রতিষ্ঠানে শিক্ষক আছে শুধু মাত্র, ৩ জন(শামসুল হক তনচু,মাহফুজুল হক ও নাজমুল হোসেন) এতো স্বল্প শিক্ষক দ্বারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করলে শিক্ষা ব্যবস্হা উন্নত হবে কেমনে, এই শিক্ষা প্রতিষ্ঠানটি সীমান্ত এলাকায় থাকার কারণে এবং রাস্তা না থাকার কারণে কোন, অফিসার আসতে পারে না, পাশে একটি জিনজিরাম নদী আছে,কোন অফিসার আসলে নদীর, ওইপার থেকেই চলে যেতে হয় কারণ, এখানে কোন যানবাহন, আসতে পারে না, বাগেরহাটের, ইউপি সদস্য মোহাম্মদ জাকির হোসেন, জানান এই শিক্ষা প্রতিষ্ঠানটি সচল ও উন্নত করার জন্য রাস্তাটির খুবই দরকার।
চর বোয়ালমারী, হাফিজা বাদ দাখিল মাদ্রাসার শিক্ষক, ও পূর্ব কাউয়ার চরের, জামে মসজিদের ইমাম সাহেব মাওলানা মোহাম্মদ মতিউর রহমান জানান এই রাস্তাটি শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র ছাত্রীদের জন্য খুবই দরকার।
পূর্ব কাউয়ার চরের, মোহাম্মদ আব্দুল গনি মিয়া, জানান এই শিক্ষা প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য রাস্তাটির খুবই দরকার।
পূর্ব কাউয়ার চরের মোহাম্মদ মহির উদ্দিন, জানান এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য রাস্তাটির খুবই দরকার এবং মোহাম্মদ বাদসা মিয়া, জানান রাস্তাটির খুবই দরকার।
শিরোনামঃ
নোটিশঃ
রৌমারীতে রাস্তা বিহীন স্কুলগামী ছাত্র-ছাত্রীদের দুর্ভোগ
- Reporter Name
- Update Time : ০২:২৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
- ৫৪ Time View
Tag :
Popular Post