মোঃ সাহের আলী,
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামে রৌমারী উপজেলার সীমান্তবর্তী এলাকায় জিনজিরাম নদীতে ব্রিজ বিহীন ১১টি গ্রামের মানুষের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। রৌমারী উপজেলার ১ নং দাঁতভাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বাঘেরহাট, চর বোয়ালমারী ,বোয়ালমারী,পূর্ব কাউয়ার চর,পশ্চিম কাউয়ার চর,তেকানি গ্রাম, নওদাপাড়া, মন্ডল পাড়া, হরিণ ধরা, ধর্মপুর ও বাগেরহাটসহ ১১টি গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ওই গ্রামে
সরোজমিন গিয়ে জানা গিয়েছে যে গ্রামবাসী, শিক্ষার্থী, চাকুরিজীবি, ব্যবসায়ীসহ সকল পেশাজীবি মানুষের জন্য ব্রিজটি প্রয়োজন। কেননা সেখানে যানবাহন তো দুরের কথা মানুষও ঠিক মতো যাতায়াত করতে পারতেছে না। গ্রামবাসি, শিক্ষক, শিক্ষার্থীদের দাবি ব্রীজটি যাতে দ্রুত নির্মাণ করা হয়,তাই বাগেরহাটের ইউপি সদস্য মােঃ জাকির হোসেন,
চর বোয়ালমারী গ্রামের ইউনুস খান ক্বারী এবং শৌলমারী ইউনিয়ন এর ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম জানান, দীর্ঘদিন থেকে আমরা এলাকাবাসী কাঠের ব্রীজ দিয়ে কষ্টের সাথে যাতায়াত করে আসছি। গত বন্যায় কাঠের ব্রিজটি বিভিন্ন জায়গায় ভেঙ্গে যায়,আর এখানে একটি হাটও রয়েছে এই হাটে আসা যাওয়া চলাফেরা করা অনেক কষ্টকর হয়ে পরেছে, এই হাট সপ্তাহে ৩ (তিন) দিন হয় ( শনিবার,সোমবার ও বুধবার)তাই আমি আমার এলাকাবাসী সবাই মিলে সরকারের প্রতি আকুল আবেদন এই যায়গায় নতুন করে কংক্রিটের ব্রীজ করার জন্য। তা না হলে শিক্ষার্থীসহ এলাকার মানুষের যাতায়াতে চরম দর্ভোগ পোহাতে হবে।
শিরোনামঃ
নোটিশঃ
রৌমারীতে স্থায়ী কংক্রিট ব্রিজের দাবি ১১ গ্রামের মানুষের
- Reporter Name
- Update Time : ০৯:১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
- ৯০ Time View
Tag :
Popular Post