
লিটন সরকার,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমায় বাংলাদেশকে জানতে ও বঙ্গবন্ধুর অবদান তরুণদের মাঝে ছড়িয়ে দিতে রৌমারীর শৌলমারী ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবে শিক্ষার্থীদের সিনেমা দেখার সুযোগ করে দেন রাজিবপুর উপজেলা আ‘লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার। বৃহস্পতিবার ১৯ অক্টোবর বেলা ১২ টার দিকে রাজিবপুরের দ্বীপাঞ্চলে মুজিব একটি জাতির রূপকার সিনেমায় প্রদর্শীত হয়।
জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেশের বিভিন্ন সিনেমা হলে একযোগে মুক্তি পায়। ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটি মুক্তি পাওয়ার পর দেশের বিভিন্ন সিনেমা হলে দর্শকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। বর্তমানে শহর থেকে গ্রামেও সর্বত্র চলছে ‘মুজিবকে’ দেখার হিড়িক। একইভাবে রাজিবপুর উপজেলায় দ্বীপাঞ্চল সিনেমা হলেও প্রত্যেক শোতেই দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। অপর দিকে রৌমারীর কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীরা জাতির পিতাকে সামনে থেকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার এর পক্ষে তার বড় ছেলে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির নব নির্বাচিত সদস্য শেখ মুজাহিদুল ইসলাম মিশু কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের সাথে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত সিনেমাটি দেখেন। এসময় উপস্থিত ছিলেন, রৌমারী কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রোমোটার মাসুদ পারভেজ ,শৌলমারী ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক শহীদুল্লাহ কায়সার, চরশৌলমারী কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক ইসমাইল হোসেন, কালের কণ্ঠ পত্রিকার রাজিবপুর প্রতিনিধি সাংবাদিক সোহেল রানা স্বপ্নসহ আরও অনেকে।
রৌমারী কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থী ছায়মা বলেন, আমরা সারাজীবন কৃতজ্ঞ থাকব। এতদিন বইতে বঙ্গবন্ধুর জীবনী পড়েছি আজ তাকে পর্দার মাধ্যমে দেখতে পেলাম। রাজিবপুর দ্বীপাঞ্চল সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক সফর উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর বায়োপিক দেখার জন্য স্কুল, কলেজসহ সাধারণ দর্শকরা যেভাবে সারা ফেলেছে, তা আমাদের কল্পনাতেও ছিল না। সব বয়সি মানুষই এ ছবি দেখার জন্য হলে আসছেন।
বাংলাদেশ আ‘লীগ কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য শেখ মুজাহিদুল ইসলাম মিশু বলেন, শিক্ষার্থীরা জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী ও আর্দশ সর্ম্পকে জানতে পারল এটাই আমাদের পাওয়া।