
লুৎফুর রহমান কাজল,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক জসিম আজাদ কে উখিয়ার জাদিমুরা এলাকা থেকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
অপহরণের পরপরই বিষয়টি র্যাব-১৫ এবং উখিয়া থানার পুলিশকে জানালে সাংবাদিক জসিম আজাদকে দ্রুত উদ্ধার করতে (রাত ০৮:৩০ এর দিকে ১০ই অক্টোবর) পৃথক অভিযান পরিচালনা করেন তারা। উখিয়ার রাজাপালংয়ের কাশিয়ারবিল এলাকার ধানক্ষেত থেকে দীর্ঘ ২ ঘন্টা অভিযানের পর আহত অবস্থায় জসিম আজাদকে উদ্ধার করেছে র্যাব-১৫ সদস্যরা।
উদ্ধারের সময় তার শরীরে মারধরের আঘাতের চিহ্ন দেখা যায়। অভিযানের বিষয়টি টের পেয়ে দুর্বৃত্তরা জসিম আজাদকে ধানক্ষেতে ফেলে দিয়ে পালিয়ে যায়। আহত জসিম আজাদ কে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।
অপহরণকৃত সাংবাদিক জসিম আজাদ একটু স্বস্তি ফিরে পেয়ে জানান, উখিয়া প্রেস ক্লাবের সভাপতির জন্মদিনের কেক কেটে সন্ধ্যা ৭ টার পর উখিয়া থেকে কোটবাজার আসার সময় রাজাপালং জাদিমুরা এলাকা থেকে কিছু অজ্ঞাত ব্যক্তি তাকে তুলে নিয়ে যায়। দুর্বৃত্তরা তাকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে কাশিয়ারবিল নামক স্থানে ধানক্ষেতে ফেলে চলে যায়। অজ্ঞাত ব্যক্তিদের মধ্যে জাদিমুরা এলাকা সেলিম নামের একজনকে ছিনতে পারছে বলে তিনি জানান। সেলিমের সাথে আরও ৬/৭ জন লোক ছিল এবং তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি ।
র্যাব-১৫ কে অশেষ ধন্যবাদ এবং তাদের দ্রুত অভিযান পরিচালনা না হলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সহকর্মীদের সহযোগিতার জন্য ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
র্যাব-১৫ এর অভিযানে নেতৃত্বদানকারী হোয়াইক্ষ্যং ফাড়ির ইনচার্জ এডিশনাল এসপি মোঃ হাফিজ বলেন,অপহরণের খবর পাওয়া মাত্রই আমরা উদ্ধার অভিযান পরিচালনা করি এবং দুর্বৃত্তরা অভিযানের খবর পেয়ে আহত জসিম আজাদকে ধানক্ষেতে ফেলে পালিয়ে যায়। তাকে সেখান থেকে তার মোটর সাইকেলসহ মুমূর্ষু অবস্থায় উদ্ধার করি। অপহরণকারীদের ধরার জন্য তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।