
মাহবুব আলম সোহেল: লক্ষীপুর জেলা রায়পুর উপজেলা ৩ নং চরমোহনা ইউনিয়ন ৯ নং ওয়ার্ডে মাইদুল হোসেন (৪০), পিতা মৃত- জয়নাল বেপারী
সাং- দক্ষিণ চরমোহনা আবদুল হাই কাজী বাড়ির সে অত এলাকার ১৩ বছরের একটি মেয়ে কে ধর্ষনের চেস্টাকালে মেয়েটি চিৎকার করলে এলাকা বাসি টের পেয়ে হাতেনাতে ধরে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এলাকা বাসি জানায় অভিযুক্ত ব্যক্তি এর আগেও ২ বার ধর্ষনচেষ্টা করে ব্যার্থ হয়।
অভিযুক্ত ধর্ষন চেস্টাকারীকে থানা থেকে ছাড়াই আনতে দলবল নিয়ে থানায় হাজির হন উপজেলা বিএনপি এর সদস্য সচিব সুফিক ভূঁইয়া। পরে জনগনের প্রতিরোধের মুখে থানা থেকে চলে যেতে বাধ্য হয়।