
আরিফুর রহমান তীব্র–লক্ষ্মীপুর সদর◼️
লক্ষ্মীপুর সদর উপজেলার ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদল। শনিবার এক আনন্দঘন পরিবেশে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফ উদ্দিন জাবেদ ও মো. মামুন। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব মুন্না রিপন, মাহমুদুল হাসান জনিসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় তারা নবনির্বাচিত নেতাদের ফুল দিয়ে বরণ করেন এবং ভবিষ্যতে একযোগে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে শুক্রবার সকালে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। উৎসবমুখর পরিবেশে তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১২ জন প্রার্থী।
ভোটের ফলাফলে সভাপতি পদে মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক পদে তোফাজ্জল হোসেন সবুজ এবং সাংগঠনিক সম্পাদক পদে আবুল কাশেম নির্বাচিত হন।
কাউন্সিল শেষে ছাত্রদলের নেতারা নবনির্বাচিত নেতাদের পাশে থাকার অঙ্গীকার করে বলেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে ছাত্রদল দৃঢ়ভাবে সহযোগিতা করে যাবে।
স্থানীয় রাজনীতিতে এই কাউন্সিল ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি ইতিবাচক বার্তা ছড়িয়েছে। দলীয় নেতাকর্মীদের মাঝে ঐক্য ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়েছে।