
আরিফুর রহমান তীব্র–লক্ষ্মীপুর সদর◼️
ব্যাপক উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো লক্ষ্মীপুর সদর উপজেলার ৮নং দত্তপাড়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল-২০২৫। বৃহস্পতিবার (৩ জুলাই) দত্তপাড়া পূর্ব সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি পদে নির্বাচিত হন মোঃ আতিকুর রহমান (১৫৫ ভোট), সাধারণ সম্পাদক পদে মোঃ মুনসুর আহম্মেদ (২১৫ ভোট) এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ দেলোয়ার হোসেন (২২০ ভোট)।
কাউন্সিলে তিনটি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৪৫৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর-০৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চান একটি জাতীয় ঐকমতের সরকার—যা হবে ফ্যাসিবাদমুক্ত ও কর্তৃত্ববাদহীন। দেশের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, “গত ১৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা গুম, খুন ও গায়েবি মামলার শিকার। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করে রাখা হয়েছিল। খাবারে স্লো-পয়জনিং মেশানোর কারণে তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হয়েছে।”
সভাপতিত্ব করেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন রিটার্নিং কর্মকর্তা এডভোকেট হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম ইউসুফ ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ যুবদল, ছাত্রদল, কৃষক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ।