
মোঃশিহাব উদ্দিন টোকন,নাটোর জেলা প্রতিনিধি: নাটোর লালপুরে একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক দম্পতি। সোমবার ভোরে উপজেলার আড়বাব ইউনিয়নের সুন্দরগড়া গ্রামে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহতরা হলেন—রইজুল ইসলাম (৪০) এবং তার স্ত্রী ফাতেমা খাতুন (৩০)। রইজুল একই গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার রাতে তারা ঘুমাতে যান। সোমবার ভোরে ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় পরিবারের। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে স্ত্রীকে ঘরের মধ্যে ও স্বামীকে তামাকের ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
লালপুর থানার ওসি মমিনুজ্জামান বলেন,
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।