মোঃ শিহাব উদ্দিন টোকন,বিশেষ প্রতিনিধি: নাটোরের লালপুরের অর্জুনপুর বড়মহাটি এবি ইউনিয়নের ৮নং ডহরশৈলা ওয়ার্ড এর ঋষি পদোর ছেলে শ্রীকৃষ্ণ মন্ডল (৪০) বিজয় মন্ডল (৫২) সঞ্জিত মন্ডল (৫৬) এর ১.৫ বিঘা জমি দখলের চেষ্টা করে ।
সনজিৎ মন্ডল সংবাদ কর্মীদের জানাই সম্পত্তি আমার পিতার নিজ নামে রেকর্ডীয় । পিতার মৃত্যুর পর হইতে সম্পত্তি আমি সহ আমার ভাই কৃষ্ণ মন্ডল ও বিজয় মন্ডল দীর্ঘদিন যাবত বসতবাড়ি নির্মাণ করা সহ বিভিন্ন বাগান করিয়া ভোগদখল করিয়া আসিতেছে।
এবং আমাদের জমিটি নিয়ে নাটোর আদালতে একটি মামলা দায়ের করা হয়েছিল । যাহার মামলা নং ( ৯১/২০২৩) ২৬/১০-২০২৩ ইং তারিখের ১০ ,নং আদেশ দেন মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন ।
দুই বছর আগে সমতুল্লাহ প্রামানিকের ভোগ দখলে ছিল জমিটি । প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পেরে জমিটি ভোগ দখল ছেড়ে দেয় সমতুল্লাহ । এখন আমাদের ভোগদখল থাকা অবস্থায় ।
গত ০১/১১/২০২৪ইং রোজ শুক্রবার সকাল ৭ ঘটিকার সময় একই ওয়ার্ডের সমতুল্লাহ প্রামানিকের তিন ছেলে রফিকুল ইসলাম (৪৫) শফিকুল ইসলাম (৪৭) শরিফুল ইসলাম (৩৫) সহ ৩০/৪০ জন দেশীয় অস্ত্র হালুয়া, চাইনিজ কুড়াল, হকিস্টিক, লাঠি নিয়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার আবাদি ফসল সহ কলা গাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা । জমিটি ছেড়ে দেওয়ার জন্য হুমকি প্রদান করে এবং জোরপূর্বক নেট দিয়ে জমির চারপাশে ঘিরে রেখে চলে যায় ।
এ বিষয়ে লালপুর থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করা হয়েছে।