
মোঃ নুরুজ্জামান আহমেদ,সদর (লালমনিরহাট) উপজেলা প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার গোয়েন্দা(ডিবি)পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া। মোটর সাইকেল এর ছিটের নিচে বিশেষ কায়দায় রক্ষীত ফেন্সিডিল-৩০(ত্রিশ)বোতল সহ ০২(দুই)জন মাদক কারবারিকে গ্রেফতার করেছেন।
অদ্য ইং ৩০/০৪/২০২৫ তারিখ বিকাল-১৮.২০ ঘটিকায় লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,লালমনিরহাট এর নেতৃত্বে লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন ভাদাই ইউনিয়ন এলাকার ০৪নং ওয়ার্ড,আরাজী কাচারী পাড়া মৌজাস্থ জৈনক নৃপেন্দ্রনাথ এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে ০২ জন মাদক কারবারি গ্রেফতার সহ মাদক দ্রব্য ফেন্সিডিল-৩০(ত্রিশ) বোতল উদ্ধার করা হয়।এ বিষয়ে আদিতমারী থানায় মামলা রুজু হয়।
উদ্ধারকারী অফিসারঃ-এসআই (নিঃ)/মোঃ জুলফিকার আলী ও তার টিম,জেলা গোয়েন্দা শাখা,লালমনিরহাট।