মো: আবু বক্কর আতাউর,
জেলা বিশেষ প্রতিনিধি,লালমনিরহাট:পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব স্বপন কুমার সরকার নের্তৃত্বে লালমনিরহাট থানা পুলিশের অভিযান টিম কর্তৃক থানা এলাকার ০৮ নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে পাকা রাস্তার উপর হইতে ৩৮০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আসামী ১। শ্রী রঘুনাথ হালদার(২৪), পিতা-শ্রী খুদু হালদার,, মাতা-শ্রী মতি বাসনা রানী, সাং-হাটছনগাছা মাঠপাড়া , ০৬ নং ছনগাছা ইউপি , থানা- সিরাজগঞ্জ সদর, জেলা -সিরাজগঞ্জকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট থানার মামলা নং-১৭, তারিখ-১০/১১/২০২৩ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করতঃ আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।