
মো. মাসুদ রানা,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: দক্ষ খেলোয়াড় তৈরী করতে এবং যুবসমাজকে উজ্জীবিত করতে পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন করা হয়েছে। বুধবার বিকাল চারটায় উপজেলার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠ এ খেলার উদ্ভোধন করেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নু, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মুসা তাওহীদ নান্নু মুন্সি ও উপজেলা যুবদলের সভাপতি হারুন- অর- রশিদ প্রমুখ।
টুর্নামেন্টে মোট ১২ টি দল অংশগ্রহন করবে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে কলাপাড়া সেচ্ছেসবক দল একাদশ বনাম নীলগঞ্জ ইউনিয়ন একাদশ। দীর্ঘ ৯০ মিনিটের খেলায় ১-১ গোলে ফলাফল মিমাংসিত হয়। এসময় হাজারো দর্শক এ খেলা উপভোগ করে।