
শ্রী রতন কুমার রায়,কুড়িগ্রাম প্রতিনিধি:সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজারহাট উপজেলারধীন বিভিন্ন পূজা মন্ডপ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে।
শনিবার (২১-থেকে ২৪ অক্টোবর) পর্যন্ত এ পর্যবেক্ষণ অব্যাহত থাকবে। রাজারহাট থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ সরজমিনে পরিদর্শনের বৈদ্যের বাজার শ্রী শ্রী বাসন্তী বিগ্রহ মন্দির পরিদর্শন করলেন, রাজার হাট উপজেলা নির্বাহী অফিসার জনাব কাবেরী রায়, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ কর্মকার ও রাজার হাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহিল জামান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ।পরিশেষে পরিদর্শন খাতায় পরিদর্শন বিবরণ লিপিবদ্ধ করেন।।
পাশাপাশি উপজেলা পুলিশের বিভিন্ন ডিউটির তদারকি করেন
পরিদর্শনকালে পূজা আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে সে বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদান সহ সকলকে সরকারি নির্দেশনা সমূহ মেনে চলার আহ্বান জানান।