
মোঃ হারুন অর রশিদ রিপন,শেরপুরের প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্নে সম্পন্ন করতে শ্রীবরদী থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) সকাল ১১ টা থেকে শ্রীবরদী থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ সরজমিনে পরিদর্শনের পাশাপাশি জেলা পুলিশের বিভিন্ন ডিউটির তদারকি করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম।
পরিদর্শনকালে পূজা আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে সে বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদান সহ সকলকে সরকারি নির্দেশনা সমূহ মেনে চলার আহ্বান জানান।
এ-সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।