
আশিক,মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়া মিরপুর আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা নির্বিঘ্ন রাখতে পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা দিলেন মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক। এবার দুর্গাপূজায় কোন ধরনের অ্যালকোহল চলবেনা এ ব্যাপারে খেয়াল রাখার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেন। এ সময় মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন প্রত্যেক পুলিশ সদস্যকে সার্বক্ষণিক মন্দিরে অবস্থান করে নিরাপত্তা সহ প্রয়োজনীয় সকল বিষয় খেয়াল রাখতে হবে। এছাড়াও উক্ত ব্রিফিং প্যারেড এ বক্তব্য রাখেন মিরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত শফিকুল ইসলাম ও থানা সেকেন্ড অফিসার প্রতাপ কুমার সিংহ সহ-সংশ্লিষ্ট মন্দিরের ইনচার্জ এবং দায়িত্বরত সকল পুলিশ সদস্যবৃন্দ।