মোঃ হারুন অর রশিদ রিপন,শেরপুরের প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুর পৌর শহরের বিভিন্ন পূজা মন্ডপ ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) মাননীয় পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় শেরপুর পৌর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের পাশাপাশি পূজার নিরাপত্তা ডিউটির তদারকি করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম।
পরিদর্শনকালে পূজা আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে সে বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদান সহ সকলকে সরকারি নির্দেশনা সমূহ মেনে চলার আহ্বান জানান।
পরিদর্শনকালে পৌর মেয়র জনাব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জনাব বছির আহমেদ বাদলস ও পূজা আয়োজক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।