![](https://dainikcrimetalash.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মো: সাহেব আলী,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দানবীর হাজী মুহাম্মদ মহসিন স্মৃতি সম্মাননা ২০২৩ পাওয়ায় সাংবাদিক রাজিব আহমেদ রাসেল কে সংবর্ধনা প্রদান করেছে শাহজাদপুর পাইলট ২০০২ ফ্রেন্ডস এসোসিয়েশন।
তিনি দৈনিক দেশের কন্ঠ ও সময়ের কন্ঠস্বর পত্রিকার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি এবং জনপ্রিয় প্রত্যাশা নিউজ এর পরিচালক।
সোমবার (০২ অক্টোবর) রাতে শাহজাদপুর পৌর শহরের মণিরামপুর বাজারের আজিজ ম্যানশনের ৩য় তলায় অবস্থিত শাহজাদপুর পাইলট ২০০২ ফ্রেন্ডস এসোসিয়েশনের কার্যালয়ে সদস্যের উপস্থিতিতে তাকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করে এই সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় ২০০২ ফ্রেন্ডস এসোসিয়েশনের সদস্যরা বলেন, আমাদের বন্ধু রাজিব আহমেদ রাসেল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দানবীর হাজী মুহাম্মদ মহসিন স্মৃতি সম্মাননা ২০২৩ পাওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত।
তারা আরও বলেন, বন্ধু রাজিব এভাবেই এগিয়ে যাবে তার অভিষ্ট লক্ষ্যে। তার লেখনীর মাধ্যমে সমাজের নির্যাতিত নিপীড়িত মানুষ ন্যায় বিচার পাবে এবং সমাজের সকল অনিয়ম সে তার কলমের মাধ্যমে তুলে ধরবে। তার ভবিষ্যৎ সফলতার জন্য দোয়া ও শুভকামনা রইলো।