তামিম বিল্লাহ,
জেলা প্রতিনিধি,সাতক্ষীরা★ বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০ টার সময় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম মহোদয়ের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ), মোঃসজীব খান।
শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরার ডিসি মোহাম্মদ হুমায়ুন কবির,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃআমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), মোঃআতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), মীর আসাদুজ্জামান, সহ পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।