
নিজস্ব প্রতিবেদক★ কুমিল্লা দাউদকান্দি উপজেলা পরিষদের প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর সহযোগীতায় আজ বুধবার শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে পুষ্পস্তাবক অর্পণ ও রেলি বের হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন, উপজেলা শ্রেষ্ঠ চেয়ারম্যান, দাউদকান্দি,কুমিল্লা সভাপতি মোঃ মহিনুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার,দাউদকান্দি,
কুমিল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়ে কবীর সোয়েব, সিনিয়র সহকারী পুলিশ সুপার,দাউদকান্দি সার্কেল, কুমিল্লা। মো:জিয়াউর রহমান, সহকারী কমিশন (ভূমি) পিপিএম, অফিসার ইনচার্জ মোজাম্মেল হক দাউদকান্দি মডেল থানা, মোঃ শহিদুল্লাহ, ওসি(তদন্ত)দাউদকান্দি মডেল থানা, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান,তরিকুল ইসলাম নয়ন কুমিল্লা উত্তর শ্রমিক লীগের সভাপতি মোঃরকিব উদ্দিন প্যানেল মেয় মহিলা ভাইস চেয়ারম্যান এবং দাউদকান্দি উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,
দাউদকান্দি উপজেলা পর্যায়ের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। পুষ্পস্তাবক অর্পণ ও রেলি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ঢাকা থেকে সরাসরি জাতীয় প্রোগ্রাম সবাই উপভোগ করেছেন। উক্ত অনুষ্ঠানটি বেলা ১১.১৫ ঘটিকা সময় শান্তি পূর্ণ ভাবে শেষ হয় ।