মোঃ আইয়ুব আলী,বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন-অগ্রগতি প্রচারের লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার উদ্যোগে শোভাযাত্রা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিলসহকারে হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
দুপুরে দিগে স্থানীয় ধান মহালে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল ও উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিকের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হাসান আজাদ লিটন, উপজেলা ছাত্র লীগের সাবেক সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ, গৌরীপুর সরকারি কলেজের সাবেক জিএস মাজহারুল ইসলাম টুটুল, তাঁতী লীগ নেতা জুলফিকার আলী প্রমুখসহ আরো অনেকে ইত্যাদি।
আলোচনায় বক্তারা সোমনাথ সাহাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গৌরীপুর আসনে এমপি মনোনয়ন দেয়ার দাবী জানিয়েছেন।