এফ এম সিফাত হাসান,জেলা প্রতিনিধি,শেরপুরঃ ঝিনাইগাতীতে ৮ দিনের মাথায় আবারো অটোরিক্সা চালক খুন হয়েছে। ৮ অক্টোবর (রবিবার) সকালে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কুচনীপাড়ায় ধানক্ষেত থেকে গলায় রশি পেচানো শাহ আলম (৫২) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শাহ আলম পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার ধাতুয়া গ্রামের জসিম উদ্দিন ফকিরের ছেলে।
পুলিশ জানায়, নিহত শাহ আলম তার অটোরিকশা নিয়ে গতকাল তার বাড়ি থেকে বের হয়ে আসে। সে আর বাড়ি ফিরে নাই। আজ সকালে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে ঝিনাইগাতী উপজেলার কুচনিপাড়ায় মেইন পাকা সড়কের পাশে একটি ধান ক্ষেত থেকে শাহ আলমের লাশ উদ্ধার করা হয়। এসময় তার গলায় রশি পেচানো ছিলো। ধারণা করা হচ্ছে দূর্বৃত্তরা শাহ আলমকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া জানান, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত ও ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছে পুলিশ।
উল্লেখ্য গত ৩০ সেপ্টেম্বর একই উপজেলায় আরব আলী নামের আরেক অটোরিকশা চালক খুন হয়। ওই ঘটনায় ৭ জন গ্রেপ্তার হয়েছে।