শেরপুর প্রতিনিধি: ১৬ অক্টোবর(সোমবার) দুপুরে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের পূর্ব কলসপাড় গ্রামের শেওরাতলী এলাকার একটি ধান ক্ষেতের আইল থেকে বস্তায় মুড়িয়ে ধান ক্ষেতে ফেলে রেখে যাওয়া এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ওই ধান ক্ষেতে বস্তায় মোড়ানো একটি বস্ত দেখতে পান পথচারীরা৷ পরে কাছে গিয়ে মোড়ানো বস্তা খুলে নবজাতক শিশু দেখতে পেয়ে গ্রামের লোকজনকে খবর দেন তাঁরা৷পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে৷
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি৷ এব্যাপারে পুলিশের পক্ষ থেকে জিডি করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।