
মোঃ হারুন অর রশিদ রিপন,শেরপুরের প্রতিনিধি: শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৫ অক্টোবর রোববার বিকেল ৩টায় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলীর সভাপতিত্বে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত টাস্কফোর্স মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ তোফায়েল আহমেদ।
এসময় তিনি উপস্থিত ছিলেন ও ইউপি সদস্য, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক, ইউনিয়ন সহকারি স্বাস্থ্য পরিদর্শকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ কে আরো উন্নত শিখরে নিয়ে যেতে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হিসেবে রূপান্তর করতে যাচ্ছেন। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মিশন – জন্মের ৪৫ দিনের মধ্যে সকল শিশুদের জন্ম নিবন্ধন করা ও পাশা পাশি যে কোন লোক মৃত্যূর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করার প্রয়োজন। পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আর তাই সরকারের এই মহৎ উদ্যোগ কে স্বাগত জানিয়ে ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে কমিটি গঠন করা হয়েছে।
তাই জন্ম ও মৃত্যু নিবন্ধন স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য একটি অংশ বিশেষ পাকুড়িয়া ইউনিয়নের জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের মাঠে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন সার্বিক উন্নয়নসহ বিভিন্ন সরকারি কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সেই উন্নয়ন ধারা অব্যাহত রাখায় পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ শীঘ্রই একটি মডেল ইউনিয়ন পরিষদে রূপান্তরে রুপান্তরিত হবে।
ইউপি সচিব আলহাজ্ব হযরত আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সাবেক সদস্য ও যুবলীগ নেতা মো. কফিল উদ্দিন, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক খোরশেদুজ্জামান, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ফরিদা পারভীন, ইউপি সদস্য মো. সেলিম মিয়া।
এসময় অন্যান্যদের মধ্যে ইউপি সদস্য মো. আঃ ওয়াদুদ, চাঁন মিয়া, মো. মনিরুজ্জামান, মিষ্টার, মো. হারুন অর রশিদ, মো. জসিম মিয়া, মো. আরিফ মিয়া, সায়দুল, মহিলা ইউপি সদস্য মাহমুদা, মোছা. ছুবেদা বেগম, মোছা. সাবিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।