মেহেদি হাসান পলাশ,বগুড়া: বগুড়ার শেরপুরে নিরাপদ খাদ্য অধিদপ্তর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুটি ভোগ্যপন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে চার লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (২৫ অক্টোবর) দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আব্দুস সোবহান এ জরিমানা করেন।
দুপুরে শহরের সাউদিয়া বেকারি এন্ড কনফেকশনারির কারখানায় যথাযথ লেবেলবিহীন সেমাই, তেল, বানানা ফ্লেভার, লবন মজুদ ও ব্যবহার করে খাদ্যদ্রব্য উৎপাদন, রান্নাঘরে যথাযথ লেবেলবিহীন বেশকিছু খাদ্যদ্রব্য মজুদ করায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে, শম্পা দধি ভান্ডারের কারখানায় নোংরা ও অপরিষ্কার অবস্থায় কারখানা পরিচালনা, যথাযথভাবে লেবেল সংযোজন না করে মিষ্টি, গুড় ও বিভিন্ন খাদ্যদ্রব্য মজুদ করার দায়ে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে “সাউদিয়া বেকারি এন্ড কনফেকশনারি এবং শম্পা দধি ভান্ডার” কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়।
অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: রাসেল, মনিটরিং কর্মকর্তা মো: আসলাম উদ্দিন, বগুড়া সদরের নিরাপদ খাদ্য পরিদর্শক রাম চন্দ্র সাহা, শেরপুর উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সদস্য এবং বগুড়া জেলা পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আব্দুস সোবহান জানান, ভোক্তা অধিকার রক্ষার্থে এ ধরনের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।