মোঃ হারুন অর রশিদ রিপন,শেরপুরের প্রতিনিধি: শেরপুর জেলা শহরের নবীনগর এলাকায় নব নির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নব নির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আতিউর রহমান আতিক, এমপি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম, পিপিএম-সেবা।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নুরুল আনোয়ার বিএসপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মুকতাদিরুল আহমেদ ও আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) জনাব মোঃ ছারোয়ার হোসেন।
নব নির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনে রয়েছে রিসিভিং কাউন্টার, পাসপোর্ট ডেলিভারি কাউন্টার, পুরুষ মহিলাদের জন্য পৃথক ওয়েটিং রুম, টয়লেট, ১০০ কেভিএ সাব-ষ্টেশন, প্রতিবন্ধীদের উঠার জন্য রয়েছে র্যাম্পের ব্যবস্থাসহ বিভিন্ন সেবা প্রদানের সু-ব্যবস্থা।