
এফ এফ সিফাত হাসান,শেরপুর:৭ নভেম্বর (মঙ্গলবার) সকালে জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুম শেরপুর সদর উপজেলার নানা জটিল রোগে আক্রান্ত দরিদ্র-অতিদরিদ্র ব্যক্তি ও শিক্ষার্থীদের মাঝে ঐচ্ছিক তহবিলের নগদ অর্থ বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।
ওইসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সবসময় গরীব-দুঃখী ও অসহায় মানুষের পাশে রয়েছেন। তারই পথ ধরে আমি শেরপুরের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।
অর্থ বিতরণকালে অন্যান্যের মধ্যে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন হুইপ মো. আতিউর রহমান আতিক এমপির ২০২৩-২০২৪ অর্থবছরের বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল থেকে ১৭৭ জনের মাঝে বিভিন্ন হারে ৩ লাখ ৭৫ হাজার টাকার নগদ অর্থ বিতরণ করা হয়।