
শেরপুর প্রতিনিধি: ২৩ অক্টোবর (সোমবার) দুপুরে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে শেরপুরে জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর শিক্ষার্থী ও পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম।
ওইসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিন সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৪ জন শিক্ষার্থী ও ১৪টি পরিবারের মাঝে জনপ্রতি ২ হাজার টাকা করে বিতরণ করা হয়।