মোঃ হারুন অর রশিদ,শেরপুরের প্রতিনিধি: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গেরাপচা গ্রামের বাসিন্দা জনৈক আমান উল্ল্যার নাবালিকা কন্যা (১২) কে অপহরণের পর ধর্ষণের দায়ে ১ নভেম্বর বুধবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ জেলা জজ কামরুন নাহার রুমী এক জনাকীর্ণ আদালতে ছেলে বাবু মিয়া (২০), পিতা মো. মোফাজ্জল হক (৫৫) ও মোছা. লুৎফা বেগম (৫০) কে সহ প্রত্যেককে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং সেই সাথে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। এছাড়াও দণ্ডকৃত অর্থ অনাদায়ে আরো ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- নালিতাবাড়ী উপজেলার বনপাড়া গ্রামের মো. মোফাজ্জল হকের ছেলে মো. বাবু মিয়া, মৃত সেকান্দর আলীর ছেলে মো. মোফাজ্জল হক ও একই উপজেলার মৃত বাবুল মিয়ার স্ত্রী মোছা. লুৎফা বেগম।
আদালত ও মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার গেরাপঁচা গ্রামের বাসিন্দা আমানউল্ল্যাহর স্ত্রী শহর বানুর সাথে মো. মোফাজুল হকের স্ত্রী বোন সম্পর্ক এবং আত্মীয়তা তৈরি করেন। এমন আত্মীয়তার সুবাদে মো. বাবু মিয়া আমানউল্ল্যাহকে খালু এবং তা স্ত্রীকে খালা ডাকেন এবং সেই সুযোগে ওই বাড়িতে যাতাযাতের এক পর্যায়ে আমানউল্ল্যাহর নাবালিকা মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় বাবুর পিতা। পরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মোফাজ্জল হক ক্ষুদ্ধ হয় এবং সুযোগ খুঁজতে থাকেন। পরবর্তীতে ২০১৯ সালের ৫ মে আমানউল্ল্যাহ ও তার স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে নাবালিকা ভিকটিমকে তাদের ফাঁকা বাড়িতে একা পেয়ে ওই দণ্ডপ্রাপ্তরা চানাচুরে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে তাকে খাইয়ে অজ্ঞান করে সিএনজি যোগে অপহরণ করে প্রথমে নালিতাবাড়ী পরে ঢাকার এক অজ্ঞাত স্থানে বাসায় নিয়ে ভিকটিমকে আটকে রাখে। এদিকে ওই নাবালিকা ভিকটিম জ্ঞান ফিরে দেখেন একটি ঘরে খাটে শুয়ে আছেন। পরবর্তীতে মো. বাবু মিয়া তাকে ইচ্ছার বিরুদ্ধে একাধিক বার ধর্ষণ করে। এদিকে আমানউল্ল্যাহ তার স্ত্রী বাড়ি ফিরে তাদের মেয়েকে না পেয়ে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর নালিতাবাড়ী থানায় উপ-পরিদর্শক (এসআই) জুহুরুল হক বিগত ২৯/৫/২০১৯ অপহৃতা ভিকটিমকে উদ্ধার করেন এবং ৩০/৫/২০১৯ তারিখে আদালতে তার ২২ ধারা জবানবন্দি রেকর্ড করা হয়। পরবর্তীতে অদন্তকারী অফিসার মো. বাবু মিয়া তার বাবা মো. মোফাজ্জল হক এবং অপরহরণের সহায়তাকারী মোছা. লুৎফা বেগমের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালতের বিজ্ঞ বিচারক দীর্ঘ স্বাক্ষী সাবুদ শেষে ছেলে মো. বাবু মিয়া, পিতা মো. মোফাজ্জল হক ও মোছা. লুৎফা বেগমকে দোষী সাব্যস্থ করে বুধবার দুপুরে ওই রায় ঘোষণা করেন। মামলা চলাকালিন সময়ে রাষ্ট্র পক্ষে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল আদালতের পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলু ও আসামী পক্ষে ফাহিম হাসানাইন।
শিরোনামঃ
নোটিশঃ
শেরপুরে ধর্ষণ মামলায় পিতাপুত্র ও মহিলাসহ তিনজনের কারাদণ্ড
- হারুন অর রশিদ
- Update Time : ০৮:৩১:২৯ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- ১৪৯ Time View
Tag :
Popular Post