এফ এম সিফাত হাসান,জেলা প্রতিনিধি,শেরপুরঃ ১৪ অক্টোবর শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু শহরের নিউমার্কেট এলাকায় তার রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেন।
শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার বাস্তব চিত্র জনগণের মাঝে তুলে ধরতে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা ও জনসাধানের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
ওইসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। সেই উন্নয়নের ছোঁয়া দেশের প্রত্যন্ত অঞ্চলেও লেগেছে। পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলসহ সারাদেশে সড়ক যোগাযোগের উন্নতি, কৃষিতে প্রণোদনা, শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদান, উপবৃত্তি প্রদান, হতদরিদ্রদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেছেন। তবে সেই উন্নয়নের তুলনামূলক প্রচার-প্রচারণা নেই। তার বিগত ১৫ বছরের উন্নয়ন ও অগ্রযাত্রার ফিরিস্তি জনসাধারণের মাঝে তুলে ধরতে আমরা উন্নয়নের চিত্র ও তথ্য সম্বলিত লিফলেট জনসাধারণের বিতরণ শুরু করেছি। উন্নয়নের স্বার্থে আগামীতেও আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই।
মতবিনিময় সভা শেষে শহরের নিউমার্কেট ও শহীদ বুলবুল সড়কে লোকজনের হাতে লিফলেট তুলে দেওয়া হয়।
ওইসময় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ও এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাবেক প্রচার সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামসুন্নাহার কামাল, জেলা যুবলীগ সভাপতি, ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী, জেলা মহিলা শ্রমিক লীগের আহবায়ক সাবিহা জামান শাপলা, সাবেক ছাত্রলীগ নেতা জয়েন উদ্দিন মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম ইয়াকুব, যুবলীগ নেতা আব্দুল মতিন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।