মেহেদি হাসান পলাশ,শেরপুর (বগুড়া) প্রতিনিধি: সারা দেশের মতো সরবরাহ বাড়াই বগুড়া শেরপুর উপজেলা বাজার ও হাট গুলোতে কমতে শুরু করেছে সবজির দাম।
এতে করে স্বস্তি ফিরছে ভোক্তাদের মাঝে। তবে চাল তেল ও মুরগির বাজারের চিএ ভিন্ন চড়া দামে বিক্রি হচ্ছে। এছাড়া মাছ ও বিক্রি হচ্ছে চড়া দামে।
১৪- ১২-২০২৪(শনিবার) সরিজমিনে গিয়ে সকাল বাজার, রেজিস্ট্রার অফিস বাজার, বিকাল বাজার, শেরুয়া বটতলা বাজার সহ মির্জাপুর হাট ঘুরে দেখা মিলে এমন চিএ। সারা দেশের মত বগুড়া শেরপুরে বেড়ে চলেছে শীত। শীতের আগমনে বাজার গুলোতে বেড়ে চলেছে শীত কালীন সবজির সরবরাহ, দোকান ভর্তি করে সবজি সেজে রেখেছে দোকানিরা। দামা দামি করে তা ক্রয় করছে ক্রেতারা। ব্যাবসায়িরা বলছে সরবারহ বেড়ে যাওয়াই কমেছে সবজির দাম।
বাজারে সিম৬০টাকা, নতুন আলু৮০-১০০ টাকা,কাচা মরিচ৬০টাকা, টমেটো১০০ টাকা, গাজর৮০ টাকা ক্ষিরাই ও শসা৬০ টাকা, বেগুন৫০ টাকা, পেয়াজ ৭৫-৮০টাকা, মুলা ২৫ টাকা, সলুক পাইকারি বিক্রি হচ্ছে ৩০টাকা খুচরা৫০ টাকা, পেঁয়াজের কালি ৫০ টাকা, এছাড়াও ধনেপাতা ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বাধা কপি৪০ টাকা, এছাড়াও শাকের দামও কমেছে। তবে তেল, মুরগির দাম বেড়েছে সয়াবিন বিক্রি হচ্ছে ১৭৫-১৮০টাকা সরিষা তেল বিক্রি হচ্ছে২০০ টাকা করে। এবং চাউল ৭০-৮০ টাকা করে বিক্রি হচ্ছে, বয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিতে১৬৫ থেকে ১৭০ টাকা।
সাধারন মানুষের আশা অতি তারাতারি অন্তবর্তী সরকার এগুলো পন্যর দাম কমাতে ব্যাবস্থা গ্রহন করবে।
শিরোনামঃ
নোটিশঃ
শেরপুর উপজেলা বাজার গুলোতে সবজির দাম কমলেও কমেনিই চাল,তেল ও মুরগির দাম
- Reporter Name
- Update Time : ০৭:৩২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- ২৪ Time View
Tag :
Popular Post