মোঃ হারুন অর রশিদ রিপন,শেরপুরের প্রতিনিধি: শেরপুরে ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্যদের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ১৫ অক্টোবর রোববার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কৃতি সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. আসাদুজ্জামান রওশনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।
চেম্বার পরিচালক বশিরুল ইসলাম সেলুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. আসাদুজ্জামান রওশন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু। প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর রুমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশীদ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের অধ্যক্ষ নাছরিন বেগম ফাতেমা, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি প্রকাশ দত্ত, পরিচালক অজয় চক্রবর্তী জয়, আওয়ামী লীগ নেতা শামীম হোসেন, সংবর্ধিত কৃতি শিক্ষার্থী গুণগুণ সাহা প্রমুখ। বক্তব্য শেষে ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় চেম্বার সদস্যদের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সন্তানদের মধ্যে ১৯ জন মেয়ে ও ১৫ জন ছেলেসহ ৩৪ জনকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও শেরপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের প্রধান বক্তা আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু তার নিজ অর্থায়নে সংবর্ধিত কৃতি ৩৪ জন শিক্ষার্থীদের মাঝে প্রত্যেককে নগদ ৩ হাজার টাকা করে প্রদান করেন।
অনুষ্ঠানে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সকল পরিচালক ও সাধারণ সদস্যগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।