মোঃ আইয়ুব আলী,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিক আশরাফুল বিশ্বাস ( ৩২) কে গলা কেটে হত্যা করলো স্বামী। এ সময় স্ত্রী তাসলিমাকে (২৮)কে ধাড়ালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন। স্ত্রীর অবস্থা আশঙ্কা জনক রয়েছে। এরপর থেকে ঘাতক স্বামী আজিজুল পলাতক রয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেওয়া চন্না পাড়া গ্রামের আজিজুল মিস্ত্রির বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুল ময়মনসিংহের ত্রীশাল এলাকা থেকে এসে এখানে জমি কিনে বাড়ি করে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তার স্ত্রী এস এস ফ্যাশনের চাকরি করতো। একই ফ্যাক্টরিতে সুপারভাইজার ছিলো আশরাফুল বিশ্বাস সেই সুবাদে তাসলিমার বাড়িতে আসা যাওয়া ছিল আশরাফুলের। কিন্তু বিষয়টি স্বামীর কাছে সন্দেহ হলে স্ত্রীকে চোখে চোখে রাখেন আজিজুল। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে নিজ ঘরে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে দুজনকেই এলোপাথাড়ি কুপিয়েছে। এ সময় পরকীয়া প্রেমীক আশরাফুল ঘটনাস্থলে মারা যায়। এবং স্ত্রী তাসলিমা আক্তার কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পরকীয়া প্রেমিক আশরাফুল বিশ্বাস ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার আম গ্রামের আব্দুল ওয়াহাব বিশ্বাসের ছেলে। সে পৌরসভার চন্নাপাড়া এলাকায় জায়গা ভাড়া নিয়ে এস এস ফ্যাশন নামে একটি কারখানা পরিচালনা করতেন।