শেরপুর প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক অভিযাত্রা চিত্রিত করে নির্মিত চলচ্চিত্রটি উপভোগ করেছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানুর নেতৃত্বে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ‘মুজিব একটি জাতির রূপকার’, সিনেমাটি দেখে আবেগাপ্লুত হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
১৬ অক্টোবর (সোমবার) দুপুরে শহরের রঘুনাথবাজারস্থ রূপকথা সিনেমা হলে জেলার তিনশতাধিক শ্রেণী পেশার মানুষ ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ওই চলচ্চিত্রটি দেখেন।
এসময় শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সাবেক প্রচার সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামসুন্নাহার কামাল, জেলা যুবলীগ সভাপতি, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমান হাবিব, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যন সাবিহা জামান শাপলা ও জেলা পরিষদ সদস্য এডভোকেট ফারহানা পারভীন মুন্নীসহ আরো অনেকে।
ওইসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে ছানোয়ার হোসেন ছানু বলেন, মুক্তিযুদ্ধ, বায়ান্নর ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে হলে সবারই ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি উপভোগ করা উচিৎ। তিনি দলমত নির্বিশেষে সবাইকে এ ছবিটি দেখার জন্য আহ্বান জানান।