
মোহাম্মদ সান–মেহেরপুর জেলা◼️
মেহেরপুরের গাংনী উপজেলায় সড়কের পাশ থেকে একটি পরিত্যক্ত ওয়ান শার্টারগান উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (ভোররাতে) উপজেলার জুগিন্দা-পোড়াপাড়া সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন মেজর রাব্বি। সেনা সদস্যরা নিয়মিত টহলের সময় সড়কের পাশে পড়ে থাকা অস্ত্রটি দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে তা জব্দ করেন।
অস্ত্রটি উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সেনা সূত্র। এখন পর্যন্ত কেউ এই অস্ত্রের মালিকানা দাবি করেনি এবং কীভাবে অস্ত্রটি সেখানে এলো, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
এদিকে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে এক ধরনের উদ্বেগ ও প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই ভাবছেন, এই অস্ত্রের পেছনে কোনো অপরাধ বা নাশকতামূলক উদ্দেশ্য ছিল কি না। তবে সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে কিছুটা স্বস্তিও প্রকাশ করেছেন এলাকাবাসী।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট ইউনিট ও প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে বলে জানা গেছে। অস্ত্রটি কোথা থেকে এলো এবং কারা এটি ফেলে রেখে গেছে—সে বিষয়ে দ্রুত অনুসন্ধান শুরু হয়েছে।