রকিবুল ইসলাম,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদরের ফারাবারি এলাকায় (৯অক্টোবর) সোমবার দিন বারোটার দিকে সবজিবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায় এতে নিহত২ ও আহত ১৭। হতাহত ব্যক্তিরা সবাই সবজি ব্যবসায়ী।
দুইজন গুরুতর আহতদের রংপুর মেডিকেলে আশঙ্কজনক অবস্থায় পাঠানো হয়েছে। পরে জানা যায় তারা দুজনেই রংপুর মেডিকেল যাওয়ার পথেই মৃত্যুবরণ করেন। নিহত দুজন হলেন সাব্বির ও আশরাফুল।
এলাকাবাসী অভিযোগ করে জানান, চালক বেপরোয়া গতিতে ট্রাক চালাচ্ছিলেন। তাঁরা বারবার চালককে গতি নিয়ন্ত্রণ করে চালানোর জন্য বললেও চালক তা মানেননি। এ কারণে ট্রাকটি উল্টে যায়।
ঠাকুরগাঁও সদর ফায়ার সার্ভিস সদস্য সারোয়ার জানান, এলাকাবাসী আমাদের বারোটার দিকে খবর দিলে আমরা সাথে সাথে ঘটনাস্থলে যাই ওখানে যেয়ে দেখি সবজি ভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। গাড়ির যে ড্রাইভার ছিল সে চাপা পড়ে আটকে যায় আর সবজি ব্যবসায়ী যারা ছিল তারা ছিটকে পড়ে যায় এবং কয়েকজন গুরুতর আহত হয়। ড্রাইভারকে উদ্ধার করে ড্রাইভার সহ সকলকে অ্যাম্বুলেন্স যোগে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে আসি।