
খুলনা প্রতিনিধি:খুলনার পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন) বিগত ২০০৩ সাল থেকে প্রতিবন্ধীদের কল্যাণে বিরামহীনভাবে কাজ করে আসছেন।
প্রাপ্ত সূত্রে জানা গেছে, তিনি ইতিমধ্যে খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, যশোর ও ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন অঞ্চলে বহু সংখ্যক অসচ্ছল প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করেছেন পাশাপাশি প্রতিবন্ধী উৎপল বৈরাগী, প্রতিবন্ধী খায়রুল ইসলাম, প্রতিবন্ধী শাওন দাশ, প্রতিবন্ধী সাগর দাশ, প্রতিবন্ধী রবি সানা ও প্রতিবন্ধী রনি সানা সহ বহু প্রতিবন্ধীর অভিভাবক এর দায়িত্ব পালন করছেন তিনি।
এসমস্ত প্রতিবন্ধীর তিনি নিয়মিত খোজ খবর নেন এবং তাদের খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় সহায়তা তিনি প্রদান করে থাকেন। এছাড়াও তার প্রত্যক্ষ সহযোগীতায় বহু ছাত্র ছাত্রী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত আছে। তিনি গ্রাম আদালতের বিচারক হিসাবে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। যার স্বীকৃতি স্বরুপ তিনি খুলনা বিভাগে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনায় শ্রেষ্ঠ হয়েছিলেন। সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ইতিপূর্বে দেশের বহু প্রতিষ্ঠান তাকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। তাহারই ধারাবাহিকতায় তিনি দ্বিতীয় বারের মতো শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদের পক্ষ থেকে শেরে বাংলা গোল্ডেন পীচ এ্যাওয়ার্ড-২০২৩ অর্জন করেছেন।
ফলে উক্ত এ্যাওয়ার্ডের সাথে তাকে শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্যাহ খান ও শেরেবাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদের মহাসচিব এম, এইচ আরমান চৌধুরী স্বাক্ষরিত সনদ প্রদান করা হয়েছে।