
সুজন চক্রবর্তী–ভারত◼️
ভারতের আসাম রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে অভিযানে ফের সাফল্য পেয়েছে দুর্নীতি দমন শাখা (ডিভিশন)। পৃথক দুটি অভিযানে ঘুষ নেওয়ার অভিযোগে দুই সরকারি কর্মচারীকে হাতেনাতে গ্রেফতার করেছে সংস্থাটি। শুক্রবার (৪ জুলাই) চড়াইদেউ জেলা এবং রঙিয়া থেকে এই দুই গ্রেফতার ঘটে।
প্রথম অভিযানে, চড়াইদেউ জেলার আবগারি বিভাগের ডেপুটি সুপার প্রশান্ত কুমার গগৈকে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযোগ, একটি মদের দোকান স্থানান্তরের অনুমতির বিনিময়ে তিনি ওই ঘুষ দাবি করেন। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান চালিয়ে ডিভিশনের কর্মকর্তারা তাঁকে আটক করেন।
অন্যদিকে, আসামের রঙিয়ার রাজস্ব সার্কল কার্যালয়ের এক ৪র্থ শ্রেণির কর্মচারী ডিম্বেশ্বর হালৈকে ৬০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় ধরা হয়। জানা গেছে, এক ব্যক্তির জমিজমা সংক্রান্ত কাজের সুবিধার্থে এই অর্থ ঘুষ হিসেবে চেয়েছিলেন তিনি। দুর্নীতি দমন শাখার কাছে তার বিরুদ্ধে আগেও একাধিক ঘুষ দাবির অভিযোগ জমা পড়েছে।
দুই অভিযানের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ঘুষ সংক্রান্ত মামলাগুলো তদন্তাধীন রয়েছে।
আসাম সরকারের উচ্চ পর্যায়ে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে দুই সরকারি কর্মচারীর গ্রেফতারের ঘটনায় স্থানীয় মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ নাগরিকরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্নীতিমুক্ত সরকারি ব্যবস্থা গড়ার দাবি জানিয়েছেন।