রবি মিয়া,ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বঙ্গবন্ধু চত্বরে রবিবার বেলা ১২ টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট গোলাম কিবরিয়া শেখ হাসিনা সরকারের ১৫ বছরের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে এক বিশাল জনসভা করেন।
উক্ত জনসভায় ধর্মপাশা সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ধর্মপাশা সদর ইউনিয়ন ১নং ওয়ার্ডের সভাপতি মো: আব্দুল মতিন চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাডভোকেট গোলাম কিবরিয়া।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান জজ, ধর্মপাশা উপজেলার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: মজিবুর রহমান, ধর্মপাশা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান আহমেদ মজুমদার প্রমুখ।
বক্তব্যে মজিবুর রহমান জজ বলেন, আওয়ামীলীগের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ দল। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সুনামগঞ্জ-১ আসনের পরিবর্তন চাই। গোলাম কিবরিয়ার মনোনয়নের বিষয়ে আমি নেত্রীর কাছে সুপারিশ করবো।
সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট গোলাম কিবরিয়া বলেন, সুনামগঞ্জ-১ আসনের মানুষ অবহেলিত। তৃণমূল আওয়ামীলীগের ভালোবাসা ও প্রাণের দাবিতে আমি আওয়ামীলীগ হতে মনোনয়ন প্রত্যাশী। আমার একমাত্র লক্ষ্য সুনামগঞ্জ ১ আসনের গরিব অসহায় মানুষের পাশে হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে থাকা,আমি আশা করি জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে সুনামগঞ্জ ১ আসনের মানুষের পাশে থাকার সুযোগ করে দিবেন ,ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান সাংসদ আওয়ামীলীগের নৌকার প্রার্থী শামীম আহম্মেদ মুরাদকে পরাজিত করে তার আপন ভাইকে বিদ্রোহী প্রার্থী করে নৌকাকে ডুবিয়ে তার বাইকে জয়ী করেছেন। সুনামগঞ্জ-১ আসনের মানুষ প্রার্থীর পরিবর্তন চায়।