
দেওয়ান ফাহিম হোসেন- গাইবান্ধা সদর:
দৈনিক ক্রাইম তালাশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মাহামুদুল কবির নয়নের ছোট বোন শ্রাবণী আক্তার (২৬) ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে গত ২২ মে, বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আজ বাদ যোহর গাইবান্ধা গোরস্থান জামে মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে ইমাম সাহেব বলেন, “দীর্ঘ ক্যান্সারের কষ্ট সহ্য করে মৃত্যুবরণকারীদের জন্য আল্লাহতায়ালা শহীদের মর্যাদা নির্ধারিত করেছেন ইনশাআল্লাহ। আমরা প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দান করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন।” তিনি আরও বলেন, “এই কঠিন রোগে যেন আর কেউ আক্রান্ত না হয় – সেই কামনাও আমরা করছি।”
দোয়া মাহফিলে অংশগ্রহণকারী মুসল্লিগণ মরহুমার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন, “আল্লাহ যেন পরিবারটিকে এই শোক সহ্য করার শক্তি দেন এবং প্রিয় বোনটিকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন।”
উল্লেখ্য, শ্রাবণী আক্তার ছিলেন একজন সুশীল, পরহেজগার ও সদাচরণ সম্পন্ন মেয়ে। তার অকাল প্রয়াণে পরিবার, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।