স্পোর্টস ডেস্ক:এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচে খেলতে পারবেন না সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে অলরাউন্ডার সাকিবকে মিস করবে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ চন্ডিকা হাথুরুসিংহেও জানালেন সেই কথা।
সাকিবকে ছাড়া একাদশ সাজানো কতটা কঠিন, সেই প্রশ্নের উত্তরে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেছেন, যখন আপনার কাছে সাকিবের মতো ক্রিকেটার থাকবে, এক নম্বর অলরাউন্ডার, একজন ক্রিকেটার দুজনের কাজ করে, তাকে ছাড়া নতুন কম্বিনেশনে খেলা কঠিন। সাকিব না থাকায় বোলিংয়ে যে শূন্যতা তৈরি হবে, সেটা একজন স্পিনার কিংবা একজন পেসার দিয়ে পূরণ করার চেষ্টা করব। ব্যাটিংয়ে সাকিবকে মিস করতে যাচ্ছি, তার নেতৃত্বও। সুতরাং এটা কঠিন।
পুরো বিশ্বকাপেই বাংলাদেশ হতাশাজনক পারফরম্যান্স করেছে। ৮ ম্যাচ খেলে এখন পর্যন্ত জিতেছে মাত্র দুই ম্যাচে। বাংলাদেশ দলের প্রধান কোচও মনে করছেন প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছে দল, এমন পারফরম্যান্স হতাশার। আমরা প্রত্যাশা মতো পারফর্ম করতে পারিনি।
চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত করতে আগামীকালের ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার। সাকিবের বদলি হিসেবে নেওয়া হয়েছে এনামুল হককে।
শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ ম্যাচে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন সাকিব আল হাসান। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে করেছিলেন ৬৫ বলে ৮২ রান। এতে বাংলাদেশও পেয়েছিল আরাধ্য জয়।
চোটের কারণে দেশে ফিরে এসেছেন সাকিব। চলতি বিশ্বকাপে এবারই প্রথম সাকিব চোটে পড়েননি। এর আগে চোটের কারণে ভারতের বিপক্ষেও খেলতে পারেননি। সেবার ছিল ঊরুর চোট। এবার সাকিব চোট পেয়েছেন বাঁ হাতের আঙুলে। ব্যাটিং করার সময়ে বাঁ হাতের আঙুলে চোট পাওয়ার পর এক্স-রেতে সাকিবের আঙুলে চিড় ধরা পড়ে। এ কারণে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।