ক্রীড়া ডেস্ক:আইসিসি আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বিবৃতি না দিলেও তাদের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া আট দল বাছাই হবে এবারের বিশ্বকাপ থেকে। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে খেলবে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা সাত দল।
সে হিসাবে বাংলাদেশ ও ইংল্যান্ডের আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া নিয়ে সবচেয়ে বেশি অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাকিরা অন্তত দুটি করে ম্যাচ জিতলেও এ দুই দল মাত্র একটি করে জয় পেয়েছে।
বর্তমানে ৯ নম্বরে অবস্থান বাংলাদেশের। বাকি আছে তিন ম্যাচ। এই তিন ম্যাচ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়ার ভাবনা থেকে খেলবেন বলে জানিয়েছেন সাকিব আল হাসান। এদিকে ছয় ম্যাচে এক জয়ে রান রেটের হিসাবে একদম তালানিতে আছে ইংল্যান্ড।
বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের ভাবনাও এখন একই।
কাল ভারতের কাছে হারের পর ইংল্যান্ডের প্রধান কোচ ম্যাথু মট বলেন, ‘টুর্নামেন্টের শেষ দিকে এখন সামনে ভালো খেলার জন্য কিছু লক্ষ্য আছে। এটি (বাছাই প্রক্রিয়া) আমাদের জন্য মনোযোগের জায়গা হিসেবে এসেছে এবং এখান থেকে ঘুরে দাঁড়ানো নিশ্চিত করতে হবে।’
ইংল্যান্ডের পরের তিন ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও পাকিস্তান।
আহমেদাবাদে আগামী শনিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।
মট বলেন, ‘ভালো খেলে বাকি ম্যাচগুলো জিততে হবে। শেষ দিকের ম্যাচগুলোতেও ভালো দলের বিপক্ষে খেলতে হবে। তো অনেক অনুপ্রেরণাই আছে আমাদের।