শংকর কান্তি দাশ,চট্টগ্রাম প্রতিনিধি: নারীশিক্ষার অন্যতম বিদ্যাপীঠ সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে ১৮ অক্টোবর বুধবার, ৪তলা ভিত বিশিষ্ট একতলা নতুন একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। শিক্ষাক্ষেত্রে শেখ হাসিনা সরকারের বৈপ্লবিক উন্নয়নের ফলে অবকাঠামো নির্মাণ করা হচ্ছে । সরকারের ধারাবাহিকতায় দেশ উন্নত ও সমৃদ্ধ করবে। উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বিজয়ী করতে হবে। প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি এসব কথা বলেন। এসময় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে দুটি কলেজ বাস উপহারের ঘোষণা দেন মাননীয় এমপি নদভী। কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রুহুল কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের দাতা সদস্য আব্দুল মান্নান, মোহাম্মদ ইসমাঈল, নজরুল ইসলাম, নির্বাচিত অধ্যক্ষ দেলোয়ার হোসাইন মুনসী, অধ্যাপক ফরিদ আহমদ, কলেজ ছাত্রী নুসাইবা ছিদ্দিকা, সাইমা মুসতারিন প্রমুখ। অধ্যাপক জয়নাল আবেদীনের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে নুরুল আবছার চৌধুরী বলেন, মাননীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির পৃষ্ঠপোষকাতায় কলেজের সার্বিক অগ্রগতির ফলে আড়াই কোটি টাকা ব্যয়ে আইসিটি ভবন নির্মিত হয়েছে। আরও একটি একাডেমীক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হচ্ছে। এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতায় এবং সরকার সুদৃষ্টির ফলে এই কলেজ আধুনিক কলেজে রূপান্তরিত হয়েছে।
শিরোনামঃ
নোটিশঃ
সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে অ্যাকাডেমিক ভবনের একাডেমীক স্থাপন ও নবীনবরণ অনুষ্টিত
- শংকর কান্তি দাশ
- Update Time : ০৪:২৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- ১৮৪ Time View
Tag :
Popular Post