শংকর কান্তি দাশ,জেলা প্রতিনিধি,চট্টগ্রাম: সাতকানিয়া সরকারি কলেজ এর নব নির্মিত ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর বুধবার দুপুর ২টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতকানিয়া সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব প্রফেসর আবু বকর মজুমদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় সাংসদ, বিশিষ্ট গবেষক ইসলামি স্কলার প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আব্দুল হামিদ এর সঞ্চলনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত উপাধ্যক্ষ প্রফেসর আবু রায়হান মুহাম্মদ আশিকুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী, রসায়ন বিভাগের প্রফেসর মোহাম্মদ আলমগীর হোসেন, উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রফেসর শেখ মজিবুর রহমান , অনুষ্ঠানের আহবায়ক সহকারী অধ্যাপক মুহাম্মদ জসিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ ইদ্রিস, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবসার, নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এরফানুল করিম চৌধুরী,সাতকানিয়া যুবলীগের সভাপতি হারেজ মাহমুদ, সাতকানিয়া উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, কলেজের সাবেক সভাপতি রাফসান আনোয়ার, ও কলেজের অন্যন্যা ছাত্রনেতা, অধ্যাপক সহ শিক্ষকবৃন্দ